মানসিক ভারসাম্যহীনের সন্তান দত্তক নিলেন দম্পতি

মানসিক ভারসাম্যহীনের সন্তান দত্তক নিলেন দম্পতি

 মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: মানসিক ভারসাম্যহীনের সন্তান দত্তক নিলেন এক দম্পতি দত্তক নেয়া দম্পতি বরগুনার তালতলী উপজেলার বারোঘর বাজারে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন নারীর ১৮ দিন বয়সি এক শিশুকে দত্তক নিলেন নিঃসন্তান দিন মজুর দম্পত্তি। সোমবার দুপুরে তালতলী উপজেলা প্রশাসনের সহায়তায় ওই সন্তানের লালন পালনসহ অভিবাবকত্ব পান দিন মজুর দম্পত্তি । দিন মজুর দম্পতি হলেন- উপজেলার ছোট বগী ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামের বাসিন্দা বশির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী আসমা আক্তার (৩০) । তালতলী উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, গত ১৮ জুলাই বারোঘর বাজারের ফাতিমার বাসায় মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি কন্যা সন্তান প্রসব করেন। পরে এ ঘটনার দুই দিন পর স্থানীয় সাংবাদিক হাইরাজ মাঝি আমাকে ঘটনাটি জানান। ঘটনা শুনেই উপজেলা প্রশাসনের অনেকই বাচ্চা টিকে দেখতে ছুটে যায় এবং আমি বাচ্চা টিকে দুধ খাওয়াতে নগদ কিছু অর্থ সহায়তা দিয়ে শিশুটিকে ফাতিমার হেফাজতেই রেখে আসি । তিনি আরো জানান, সন্তান পালনে অক্ষম ও অবুঝ এই নারীর শিশুটিকে লালন-পালনে আগ্রহীদের উপজেলা পরিষদে যোগাযোগ করতে বলা হয়। অনেকে আবেদন করলেও ওই দম্পতির সামাজিক ও আর্থিক ও প্রয়োজনীয় সব দিক বিবেচনা করে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, বারোঘর বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা, এনায়েত শিকদার, সাংবাদিক হাইরাজ, সহ সকলকে সাথে নিয়ে শিশুটিকে দত্তক হিসেবে ঐ দম্পতির হাতে শিশু টিকে তুলে দেয়া হয় । শিশুটিকে লালন-পালনসহ অভিবাবকত্ব পাওয়া আসমা আক্তার বলেন, আমার কোন সন্তান ছিলনা। আজ মাতৃত্বের স্বাদ পেলাম। আমি খুশি। আমার সমস্থ ভালবাসা দিয়ে ওকে মানুষ করবো। এখন থেকে সে আমার সন্তান। একই কথা বলেন আসমার স্বামী। তিনি বলেন, আসমার কোলে শিশু সন্তান তুলে দিতে পেরে আমার ভাল লাগছে। ফুটফুটে শিশু কন্যাটির নাম রাখা হয় তানিয়া বিনতে বশির।